
কন্যাসন্তানের বাবা হওয়ার খুশিতে চাঁদে কেনা জমি মেয়েকে উপহার দিয়েছেন টাঙ্গাইলের





আল আমিন ইসলাম সোহেল। তবে মেয়ের বয়স কম হওয়ায় বুধবার সকালে জমির কাগজপত্র স্ত্রীর হাতে





তুলে দেন তিনি। আল আমিন ইসলাম সোহেল সখীপুর উপজে’লার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামের সাদিকুর রহমানের ছেলে। এর আগে,





৩১ আগস্ট কন্যাসন্তানের বাবা হন তিনি। তিনি মেয়ের নাম রেখেছেন আলিশা জাহান। আল আমিন সোহেল বলেন, কন্যা আলিশা জ’ন্মের পর থেকেই





তাকে ব্য’তিক্রমী কী উপহার দেওয়া যায় এমন একটি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। যুক্তরাষ্ট্রে এক মামা বসবাস করেন। পরে





তার মাধ্যমে অনলাইনে (লুনারল্যান্ড ডটকম) চাঁদে এক একর জমি অর্ডার দিয়েছিলাম। সেই জমির কাগজপত্র আজ পরিবারের কাছে হস্তান্তর করেছি। বর্তমানে আমা’র মেয়ে আলিশা জাহান অপ্রাপ্তবয়স্ক থাকায় আমা’র নামেই জমিটুকু কেনা হয়েছে। প্রাপ্তবয়স্ক হলেই তার নামে কাগজপত্র করা হবে।
তিনি আরো বলেন, জমিটুকু কিনতে সব মিলিয়ে আমা’র ২০০ ডলার খরচ হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা। মেয়েকে চাঁদের জমি উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবারের লোকজনও খুশি।
দাড়িয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম সিকদার বলেন, আমাদের সমাজে কিছু মানুষ এখনো কন্যাসন্তানকে এক প্রকার বোঝা মনে করেন। সেখানে আল আমিন কন্যাসন্তান জ’ন্মের খুশিতে চাঁদের জমি কিনে উপহার দিয়েছেন। বিষয়টি অবশ্যই সমাজে’র জন্য ইতিবাচক।
Leave a Reply