
অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার পুরো নাম হলেও বাংলাদেশের মানুষের কাছে





তিনি সব থেকে বেশি পরিচিত হয়ে আছেন বি.চৌধুরী হিসেবে। একটা সময়ে বাংলাদেশের রাজনিতীর সাথে





সক্রিয় ছিলেন ওৎপ্রোতভাবে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকও





ছিলেন তিনি। বিএনপি ক্ষমতায় আসার পরে পালন করেছিলেন রাষ্ট্রপতির দায়িত্বও। তবে এখন আর





আগের মত তাকে দেখা যায় না রাজনিতীর মাঠে। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন এক সময়ের বিশিষ্ট এই ব্যক্তিত্ব। বেশির ভাগ সময়টা তার বাড়িতেই





কে’টে যায়। সম্প্রতি একটি ভিডিও আপলোড হয়েছে তাকে নিয়ে। তার ছেলে মাহি বি চৌধূরীর ফেসবুক ওয়ালে পাওয়া গেছে সেটি।যেখানে দেখা যাচ্ছে পুত্রবধু লোপার সাথে বেশ ভালো সময় কাটাচ্ছেন এক সময়ের জনপ্রিয় এই ব্যক্তিত্ব।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পুত্র বধুর অনুরোধে গান গাইছেন সাবেক এই রাষ্ট্রপতি। আর পুত্রবধু ও শ্বশুরের মধ্যে এই আন্তরিকতা আর ভালোবাসার ভিডিও প্রকাশ হবার পর থেকেই বেশ সাড়া ফেলে দিয়েছে।সকলেই ইতিবাচক মন্তব্যে করেছেন এটি নিয়ে।
প্রসঙ্গত, বদরুদ্দোজা চৌধুরীর রয়েছে একটি বর্ণাঢ্যে রাজনৈতিক জীবন। আর সেই রাজনৈতিক জীবনে তিনি পেয়েছেন অনেক সাফল্য।
বিশেষ করে জিয়াউর রহমানের সময়ে তিনি একবার পালন করেছিলেন উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও। এরপর একটা সময়ে হাতে নেন রাষ্ট্রপতির দা্যিত্ব।তবে দলীয় নানা চাপের কারনে ছাড়তে বাধ্য হন সেই পদও।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply