
সুন্দরবনের ভারতীয় অংশে কাপুর নদীতে বিশাল আকৃতির একটি মাছ ধ’রা পড়েছে। মাছটি তেলে





ভোলা প্রজাতির। রবিবার (২৪ অক্টোবর) জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,





গোসাবার সোনাগাঁ গ্রামের ৫ মৎস্যজীবী কাপুরা নদীতে জাল ফেললে তাতে ধ’রা পড়ে দৈ’ত্যাকৃতির এই মাছটি। মাছটির ওজন
৭৮ কেজি ৪০০ গ্রাম। মাছটিকে নিলামের জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মাছ বাজারে
নেয়া হয়। সেখানে মাছটি ৩৭ লাখ ৪৪ হাজার রুপিতে ‘বিক্রি করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা।
Leave a Reply