
‘টাকা কোথায় ও কীভাবে তৈরি হয়?’—এই প্রশ্ন যেমন হারহামেশা শোনা যায়। তেমনি





‘টাকা কী দিয়ে তৈরি হয়?’ তাও অনেকে জানতে চান। তবে মোটামুটি সবাই বলবেন যে, টাকা তো কাগজেরই তৈরি! আপনার ধারণা কিংবা উত্তর সঠিক নয়! রিজার্ভ ব্যাংক এ বিষয়ে





অন্য তথ্য দিচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, টাকার নোট শুধু কাগজের তৈরি হলে সেগুলো বেশি দিন টিকবে না। কারণ কাগজ টেকসই নয়। তা হলে টাকার নোট কী দিয়ে তৈরি করা হয়?





জানা গেছে, নোট তৈরির অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলা। টাকার নোট তৈরিতে ১০০ শতাংশ তুলা ব্যবহার করা হয়। শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলোই নয়, অনেক দেশই নোট তৈরিতে কাঁচামাল হিসেবে তুলো ব্যবহার করে থাকে।
তুলার মধ্যে যে তন্তু থাকে তাকে লিনেন বলে। নোট তৈরির সময় তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশনের সঙ্গে মেশানো হয় যাতে তা আরও টেকসই হয়। ফলে টাকার নোট সহ’জে ছেঁড়ে না।
Leave a Reply