
বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিংয়ের বিরুদ্ধে ভ’’য়ানক অভিযোগের পরে এবার এই গায়কের বাবা ও





পরিবারকে নিয়ে বি’’স্ফো’’রক অভিযোগ তুললেন হানি সিংয়ের স্ত্রী শালিনী তালওয়ার। গত ৩ আগস্ট হানি সিংয়ের বিরুদ্ধে যৌ’’’’ন হেন’’স্তা ও





গার্হস্থ্য নির্যা’’’’ত’’নের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন তিনি। ১২০ পাতার একটি অভিযোগপত্র দাখিল করেন শালিনী। সেখানে হানি সিং ও





তার পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের উল্লেখ রয়েছে। শালিনী জানান, ২০১১ সালে হানিমুনে তারা মরিশাসে গিয়েছিলেন। সেখান থেকেই





আচমকা হানি সিংয়ের আচরণে পরিবর্তন দেখেন তিনি। বিষয়টিকে জানতে চাইলে নাকি হানি তাকে বিছানায় ধাক্কা মে’’রে ফেলে দেন। আর বলেন,





‘আমি তোমাকে বিয়ে করতে চাইনি। কথা দিয়েছিলাম, তাই বাধ্য হয়ে করেছি।’ বিয়ের পর হানি সিং তার স্ত্রীকে প্রকাশ্যে আনতেন না। তিনি যে বিবাহিত, সেটাও খুব একটা স্বীকার করতেন না। একবার তার ফোনে অন্য নারীর সঙ্গে তোলা আপত্তিকর ছবি দেখতে পান শালিনী।
সে বিষয়ে জানতে চাইলে উল্টো শালিনীকে মারধর করেন হানি। পরবর্তীতে আরও বহু নারীর সঙ্গেই নাকি হানি সিংয়ের আপত্তিকর-ঘনিষ্ঠ ছবি দেখেছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, কেবল হানি নন, তার বাবা-মা এবং বোনও শালিনীকে নি’’র্যা’’তন করেছেন। তিনি বলেছেন, ‘একদিন আমার শ্বশুর ম’’দ্যপ অবস্থায় আমার ঘরে ঢুকে পড়েন। আমি তখন পোশাক পাল্টাচ্ছিলাম। তাকে আমি বের হয়ে যেতে বলি। কিন্তু তিনি সেটা শোনেননি। উল্টো আমার দিকে এগিয়ে আসেন এবং আমাকে যৌ’’’’ন হেনস্তা করেন।’
Leave a Reply