
ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর। দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা অসংখ্য





জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নি’র্মাণ করে প্রশংসিত হয়েছেন। স’ম্প্রতি তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খু’লে , সেখানে





ধ’র্ম সংক্রা’ন্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেই স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জো’র আলোচনা-স’মালোচনা। এ ঘ’টনায়





বিড়ম্বনায় প’ড়েছেন জীবন্ত কিংবদন্তি এই অভিনেতা এবং তার পরিবার। এ প্রস’ঙ্গে নায়ক আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুকে





একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জা’নিয়েছেন। তিনি লি’খেছেন- ‘প্রতিবাদ ও দৃষ্টি আক’র্ষণ: একটি ভুয়া ফ্যানপেজ এবং





কিছু মনগড়া স্ট্যাটাস দিয়ে একজন দেশবরেণ্য সম্মানিত ব্যাক্তিত্বকে অবমাননার এই চেষ্টা বা অপচেষ্টার প্রতিবাদ জা’নাচ্ছি আমাদের পরিবারের তরফ থেকে।’





তিনি আরও লি’খেছেন, ‘গঠনমূলক কাজে’র মাধ্যমে আত্মপরিচয় অর্জন ক’রতে শিখু’ন। কারো নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক ফ্যানপেজ চালানো সাইবার ক্রাইমের আওতাভুক্ত। ক’র্তৃপক্ষের দৃষ্টি আক’র্ষণ করছি এবং সবাইকে অবগত করছি যে এরকম কোন বক্তব্য আমা’র বাবা (আলমগীর) কোথাও
দেননি। ধ’র্ম নিরপেক্ষ’তা ও মনুষ্যত্বের জয় হোক।’ এর আগে গত বছরও নায়ক আলমগীরের নাম ব্যবহার করে ফেইসবুকে পোস্ট করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিব্রত কিংবদন্তি এই নায়ক। এ ছাড়া ২০১৬ সালেও
একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একই পোস্ট করা হয়েছিল বলেও জা’নান আলমগীর।
প্রসঙ্গত, ‘আমা’র জ’ন্মভূমি’ সিনেমা’র মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। আশি ও নব্বইয়ের দশকে দাপটের স’ঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থা’য়ী জায়গা করে নিয়েছেন তিনি।
এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় ক’রেছেন এই কিংবদন্তি। কাজে’র স্বীকৃতিস্বরূপ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। বাংলাদেশের সব নায়কদের মধ্যে সর্বোচ্চবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার রেকর্ড সৃষ্টি করেন আলমগীর।
Leave a Reply