
এমনকি এক পর্যায়ে সে মির্জা চোখে বিষ ছোড়ে দেয়, মির্জার চোখ অসহ্য জ্বালায় জ্বলতে থাকে। তিনি চোখে জল দেওয়ার জন্য





সকলের কাছে জল চাইতে থাকেন। তবে তিনি বলেন এই জ্বলুনি জল দিয়ে,পরিষ্কার করলে অন্তত পনেরো-কুড়ি মিনিট বাদে সেরে যাবে।তিনি বলেন এই পরিবারটিকে ঈশ্বর নিজে আশীর্বাদ করেছে কারণ





রাতের বেলায় যে কোন মুহূর্তে একটি বড় বিপদ হতে পারত, এই সা’পের কা’ম-ড়ে কোন মানুষের বাঁ-চার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তারা যে প্রা’ণে বেঁচে গেছে এটা সত্যিই ওপরওয়ালার আশীর্বাদ। তারপরই





মির্জা অনেক চেষ্টায় সা’পটিকে একটি নিরাপদ স্থানে ঢুকাতে সক্ষম হন। তিনি সবাইকে বলেন রাত্রে শোয়ার আগে যেন সবাই অবশ্যই দরজায় মোজা রেখে ঘুমোতে যান, তাহলে সা’প





ভেতরে ঢুকতে পারবে না। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার হয়ে গেছে ভাই’রাল। হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে।বিশেষ করে এই ভিডিওটি অ’ত্যন্ত শিক্ষামূলক। কিভাবে সা’পেদের সাবধানতার সঙ্গে মানানো উচিত, অথবা সা’প দেখলে
আমাদের কি করনীয় সবই খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেন তিনি। মির্জা মহাম্ম’দ আরিফ এর এত সুন্দর কার্যকে জানাই কুর্নিশ। প্রকৃতির নিয়ম মেনে জীবজগতের চলা উচিত। কিন্তু বর্তমানে প্রকৃতির নানা অদ্ভুত ঘটনা চিন্তিত সবাই।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply