
নিলামে উঠছে চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর প’ড়ে থাকা বিএমডব্লিউ-মা’র্সিডিজ বেঞ্চ-ফোর্ডের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ১১০টি দামি গাড়ি। আগামী ৪ নভেম্বরে এসব গাড়ি





নিলামে বিক্রির সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কাস্টমস ক’র্তৃপক্ষ। পর্যটন সুবিধায় বিদেশ থেকে আনা এসব গাড়ি খালাসে জটিলতার কারণে এত দিন বন্দরের শেডেই প’ড়েছিল। বৃহস্পতিবার (১৪ অক্টোবর)





চট্টগ্রাম কাস্টমস নিলাম শাখার উপ-কমি’শনার আল আমীন বলেন, চট্টগ্রাম বন্দর শেডে শূল্ক জটিলতাসহ নানা অনিয়মের মাধ্যমে আমদানি হওয়া প্রায় তিন শতাধিক দামি গাড়ি





বেশ কয়েক বছর ধ’রে প’ড়ে আছে। ১ থেকে ৪ কোটি টাকা দামের এসব গাড়ি বছরের পর বছর খালাস না নেওয়ায় অনেক গাড়ি ব্যবহার অনুপযোগীও হয়ে প’ড়েছে। এই অব’স্থায়





নানা প্রতিব’ন্ধকতা দূ’র করে ১১০টি দামি গাড়ি আগামী ৪ নভেম্বর নিলামে তোলা হচ্ছে। নিলামে অংশ নিয়ে কোটি টাকা দামের এসব গাড়ি কয়েক লাখ টাকায় কেনার সুযোগ পেতে পারেন নিলামে অংশগ্রহণকারীরা।
৪ নভেম্বর যেসব দামি গাড়ি নিলামে উঠবে তার মধ্যে রয়েছে- ২৫টি বিএমডব্লিউ, ২৫টি মা’র্সিডিজ বেঞ্জ, ২৬টি মিতশুবিশি, ল্যান্ডরোভার ৭টি, ল্যান্ডক্রুজার ৭টি, সিআরভি ১টি, লেক্সাস ৬টি, ফোর্ড ৫টি, জাগুয়ার ৩টিসহ আরও বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ি।
আগ্রহী ক্রেতা বা নিলামে অংশগ্রহণকারীরা আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গাড়িগুলো সরেজমিন পরিদ’র্শন ক’রতে পারবেন। ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর গাড়ির দরপত্র জমা দিতে পারবেন।
Leave a Reply