
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার, সকলে তাকে বলিউডের খিলাড়ি বলেই চেনেন,





অভিনেতা নিজের অ্যাকশন এবং স্টান্ট এর জন্য জনপ্রিয়। নিজের দক্ষতায় তিনি বলিউডের





খানদের পর্যন্ত টক্কর দেন। ৫৩ বছর বয়সের কোঠায় দাঁড়িয়েও অক্ষয় এখনো বলিউডের অন্যতম ফিট অভিনেতা, অক্ষয় এতটাই





অ্যাক্টিভ যে বলিউডের অন্যান্য অভিনেতাদের তুলনায় বছরে সবথেকে বেশি তারই ছবি রিলিজ হয়। অক্ষয় বহু মানুষের





কাছে অনুপ্রেরণা। অভিনেতার নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আজ তিনি সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছেন। তবে





একটা সময় অক্ষয়কে করতে হয়েছিল অনেকখানি স্ট্রাগেল। এক সাক্ষাৎকারে অক্ষয়কে বলতে শোনা গিয়েছিল তিনি আজ যেই





বাড়িতে বসবাস করেন, একদিন সেই বাড়ির সামনে থেকে ওয়াচম্যান তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। বলিউডে পা রাখার আগে অক্ষয় প্রায় পাঁচ মাস কাজ করেছিলেন এক ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তবে
কোনরকম মাইনে অক্ষয় নিতে চাননি। বরং নিজের কাজের বদলে কয়েকটা ফটো তুলে দিতে বলেছিলেন তার। অক্ষয়ের কথামতন রাজি হয়েছিলেন সেই ফটোগ্রাফার।
অক্ষয়ের ফটো তুলতে তাকে নিয়ে গিয়েছিলেন সমুদ্র সৈকতের এক বাংলোর সামনে। সেখানে পোজ দিয়ে ফটো তুলছিলেন অক্ষয়। আর তখনই সেই বাংলোর ওয়াচম্যান ছুটে এসে অক্ষয়কে তাড়িয়ে দেয় সেই জায়গা থেকে। সেই স্মৃতি আজও অক্ষয়ের কাছে অমলিন।
অক্ষয় জানিয়েছিলেন, তিনি কৃতার্থ নিজের অনুরাগীদের কাছে। একদিন যেই বাড়ির সামনে থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আজ সেই জায়গাতেই অক্ষয়ের বিলাসবহুল প্যালেস। ডিজাইনার দিয়ে নিজের স্বপ্নপুরী তৈরি করেছেন অভিনেতা। তবে তার জীবনের গল্প বহু মানুষের কাছে অনুপ্রেরণা।
Leave a Reply